সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা বিভাগে ৩৪৯ জনের বড় নিয়োগ


সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা বিভাগে ৩৪৯ জনের বড় নিয়োগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। সমাজসেবা অধিদপ্তর ৩২টি পদে মোট ৩৪৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে সকল জেলার নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি (DSS job circular 2024) বিস্তারিত দেওয়া হল।


পদের নাম ও সংখ্যা

১. প্রধান সহকারী – ১৮ টি।


২. কম্পিউটার অপারেটর – ০৪ টি।


৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর – ০২ টি।


৪. ইন্সট্রাক্টর – ০২ টি।


৫. ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স – ০৩ টি।


৬. স্টেরিও টাইপিং মেশিন অপারেটর – ০১ টি।


৭. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ০১ টি।


৮. ফিল্ড সুপারভাইজার – ২০ টি।


৯. গ্রাজুয়েট টিচার – ১৪ টি।


১০. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৫৭ টি।


১১. ডাটা এন্ট্রি অপারেটর – ৩১ টি।


১২. হিসাব সহকারী – ০৮ টি।


১৩. স্টোরকিপার – ০৪ টি।


১৪. টেলিফোন অপারেটর – ০১ টি।


১৫. বেঞ্চ সহকারী – ০১ টি।


১৬. নার্স – ০৪ টি।


১৭. কম্পাউন্ডার – ৩২ টি।


১৮. গাড়ীচালক – ০২ টি।


১৯. ফটোকপি অপারেটর – ০২ টি।


২০. কারিগরি প্রশিক্ষক (উপজেলা) – ১১ টি।


২১. হেলপার – ০২ টি।


২২. ফিডার এ্যাটেনডেন্ট – ০১ টি।


২৩. আয়া – ০৫ টি।


২৪. এ্যাটেনডেন্ট – ০২ টি।


২৫. দারোয়ান – ০৪ টি।


২৬. নিরাপত্তা প্রহরী – ১৫ টি


২৭. বাবুর্চি – ২০ টি।


২৮. সহকারী বাবুর্চি – ০২ টি।


২৯. মালি – ০১ টি।


৩০. পরিচ্ছন্নতা কর্মী – ০৪ টি।


৩১. অফিস সহায়ক – ৬৭ টি।


৩২. বার্তাবাহক – ০৮ টি।


আবেদন শুরুর সময়: ০১ এপ্রিল ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।

আবেদনের শেষ সময: ২১ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে।


আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।







Post a Comment

0 Comments