নিয়োগ বিজ্ঞপ্তি
■ ক্রয় কর্মকতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। যে কোন আর্থিক প্রতিষ্ঠানে ক্রয় সংক্রান্ত কাজে কমপক্ষে ৩ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে । বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। কর্মস্থল: ঢাকা ও রংপুর।
■ সাইট ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা। কমপক্ষে ১০ বছর কাজ করার এবং কাজের নক্শা, পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতাসহ নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে । মাসিক বেতন: ২৮,০০০-৩৩,০০০ টাকা। বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
■ নির্মাণ সুপারভাইজার : এইচ.এস.সি পাশ। নির্মাণ শ্রমিক পরিচালনায় ও নির্মাণ কাজ তত্ত্বাবধানে কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা। ■ গোডাউন কিপার/স্টোর কিপার (ফ্যাক্টরী): বাণিজ্যে স্নাতক পাস। হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন: ১৫,০০০ টাকা।
■ ল্যাব সুপারভাইজার: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে ।
■ শেড সুপারভাইজার (ফ্যাক্টরী): ন্যূনতম এইচএসসি পাস। মাসিক বেতন: ১৫,০০০ টাকা। উচ্চতা: ৫ ফিট ৬ ইঞ্চি
অন্যান্য সুবিধা
• প্রভিডেন্ট ফাণ্ড
• গ্র্যাচুয়িটি
• উৎসব ভাতা
• চিকিৎসা সেবা
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস-এর মাধ্যমে পরে জানানো হবে।
আগ্রহী প্রার্থীগণ ২০ এপ্রিল ২০২৪-এর মধ্যে আবেদন করতে ভিজিট করুন
0 Comments